Mrs Globe 2019 Antara

Congratulations..!!! TOP 100 Mrs Bangladesh

মিসেস গ্লোব বাংলাদেশ “জারিন তাসনিম অন্তরা” যাচ্ছেন সুদুর চীন

মিসেস গ্লোব এর ২৩ তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ২৩ বছর বয়সী তন্বী তরুণী “জারিন তাসনিম অন্তরা”। পাঁচ ফিট ৬ ইঞ্চি উচ্চতার এই সুন্দরি আজ ৩ নভেম্বর বাংলাদেশকে বুকে নিয়ে পাড়ি জমাচ্ছেন চীনের উদ্দেশ্যে।
সান্তসভাবের মেয়ে ঝালকাঠির মেয়ে অন্তরা ছোট বেলা থেকেই সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত। নাচ শিখেছেন খেলাড় ছলে। পারেন অভিনয়। ইতি মধ্যে ফ্যাশন মডেলিং সবার নজর কেড়েছেন।
মিসেস গ্লোবের যাত্রা শুরু হয় ডঃ ট্রেসি –র হাত ধরে ১৯৯৬ সালে। নারীর খমতায়ন ও নারি জাগরণের স্লোগান নিয়ে এবারে বাংলাদেশে শুরু হলো মিসেস গ্লোব বাংলাদেশ। আয়োজক কোম্পানি অপূর্ব ডট কমের সি ই ও অপূর্ব আব্দুল লতিফ জানান, “মিসেস গ্লোব বাংলাদেশ, নারী স্বাধীনতা, এবং নারীর সন্মান ও দক্ষতা বৃদ্ধি, নারীর প্রতিভা ও সৃজনশিলতার বিকাশে অনন্য ভুমিকা রাখবে। বিজয়ের মাসে অন্তরার চীন যাত্রা আমাদের এই আয়জনকে আরও সফল ও সারথক করবে”।
তাসনিম জারিন অন্তরা বলেন, “এই প্রথম দেশের বাইরে যাচ্ছি, তাও আবার লাল-সবুজ পতাকা নিয়ে। আমার সবটুকু মেধা ও পরিশ্রম দিয়ে চেষ্টা করবো দেশের সন্মান বয়ে আনতে। আমার জন্য দোয়া করবেন”।
আসছে ৮ ডিসেম্বর চীনের সেঞ্জেন শহরে অনুষ্ঠিত হবে করনেশন নাইট। অন্যান্য দেশের সাথে বাংলাদেশের পতাকা উড়াবেন তাসনিম জারিন।