Meet the Press: Ayshe Wins Mrs Tourism Global

Farhana Afrin Ayshe is now in Philippines attending Mrs Tourism World Final

ফিলিপাইনে মিসেস ট্যুরিজম গ্লোব জয় করলেন ফারহানা আফরিন ঐশী

ঢাকা – ১৩ নভেম্বর ২০১৯
ফিলিপাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা “মিসেস ট্যুরিজ্ম, ২০১৯”-এর ওয়ার্ল্ড ফাইনাল-এ “মিসেস ট্যুরিজম গ্লোব”-এর মুকুট জয় করলেন “ফারহানা আফরিন ঐশী” । এবার প্রথমবারের মত কোন বাংলাদেশী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । “মিসেস ট্যুরিজ্‌ম বাংলাদেশ”-এর আয়োজক অপূর্ব ডট কম ঐশীকে সম্মাননা জানাতে বুধবার, ১৩ই নভেম্বর ২০১৯ ইং দুপুর ১২টায় ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্ট-এ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারহানা আফরিন ঐশী-র হাসবেন্ড জনাব আরিফ মোতাহার, বায়োজিন কসমেসিউটিকেলস চেয়ারম্যান – মোহাম্মাদ জাহিদুল হক, প্রেসিডেন্ট মিসেস ট্যুরিজম- অপূর্ব আবদুল লতিফ, ডিরেক্টর টোয়াব – ফিরোজ শিকদার , পর্যটন টুরস এন্ড ট্রাভেলস ম্যানেজিং পার্টনার – মোঃ ইশতিয়াক আহমেদ, বিটিইএ কনভেনর – মাহমুদুল হাসান জায়িদি, চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতু, মডেল অভিনেতা অন্তু করিম, ইভেন্ট ডিরেক্টর – কৃষাণ ভুঁইয়া, প্রজেক্ট ডিরেক্টর – আফসানা হেলালী, চেয়ারম্যান বেটার বাংলাদেশ ফাউন্ডেশন – মাসুদ এ খান, টুরিজম প্রোমোটার একে আজাদ মিলন সহ দেশের ট্যুরিজ্ম সেক্টরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্বনামধন্য তারকারা।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতা, “মিসেস ট্যুরিজ্‌ম”-এ এবার ২৬ জন প্রতিযোগী অংশগ্রহন করেন । এই প্রতিজগিতায় পাঁচটি মুকুট –গ্লোব (Globe), আর্থ (Earth),ইন্টারন্যাশনাল (International), ওয়ার্ল্ড (World), ও ইউনিভার্স (Universe) – এর জন্য সমষ্টিগত বিচারকার্য পরিচালনা করা হয় । গ্র্যান্ড করনেশন নাইট-এ “মিসেস ট্যুরিজম গ্লোব” সহ মোট ৬টি খেতাব জিতে নেন ২২ বছরের প্রতিযোগী ঐশী। অন্যান্য খেতাব গুলো হলো “বেস্ট ইন ফোরাম (Best In Forum)”, “ডার্লিং অফ দি প্রেস (Darling of the Press)”, “মিসেস নিক্স ইন্সস্টিটিউট (Mrs Nix Institute of Beauty)”, “মিসেস ফেয়ারী হোয়াইট (Mrs Fairy White)”, “মিসেস বেরি গ্লুটা” (Mrs Berry GLUTA) ।
“মিসেস টুরিজম বাংলাদেশ”-এর প্রেসিডেন্ট অপূর্ব আব্দুল লতিফ ঐশী কে অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময়, আমাদের টুরিজম সেক্টর। আমাদের আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত – কক্সবাজার, সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন- সুন্দরবন। আমাদের প্রধান মন্ত্রী স্বয়ং বাংলাদেশের টুরিজম নিয়ে অনেক কাজ করছেন। এই প্রেক্ষাপটে বিশ্বের দরবারে
আমাদের টুরিজম আরও ব্যপক পরিসরে পরিচিত করতে আমাদের এই প্রচেষ্টা। ঐশীর সাফল্য আমাদের যাত্রাকে বেগবান করলো। আশাকরি সকলের সহযোগিতা থাকলে বিশ্বের বুকে
বাংলাদেশকে তুলে ধরার এই যাত্রা নিয়মিত ভাবে অব্যহত থাকবে”।
ঐশী ৪ বছর বয়স থেকে সঙ্গীত ও নৃত্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন । সম্মেলনে ঐশী সাংবাদিকদের জানান, “মুকুট জয় অবধি প্রতিটি পর্বেই আমি যে যে খেতাব গুলো অর্জন করেছি, আমার প্রতিবারই অবিশ্বাস্য লেগেছে । তবে এখন যখন আমি এই মুকুটটি অর্জন করে এনেছি, এখন আমার মনে হচ্ছে এর সাথে কতটা দায়িত্ব জড়িয়ে আছে । আমি চাই এই দায়িত্বটি যথাযথ ভাবে পালন করতে”।

FARHANA AFRIN AYSHE WINS
MRS TOURISM GLOBE IN THE PHILIPPINES

DHAKA – 13 NOVEMBER 2019 – Farhana Afrin Ayshe, a 22-year-old
Bangladeshi, won the crown for “Mrs. Tourism Globe” during the 2019 world finals of Mrs. Tourism Pageant, hosted in Manila, The Philippines this October. Incidentally, this is the first time when a Bangladeshi participated in this international annual event. APURBO DOT COM, the Franchise owner of Mrs. Tourism Bangladesh national pageant, through which Ayshe participated in the world finals, arranged a “Homecoming Meet-the-Press” on Wednesday, 13 November 2019 at 12:00 pm in Dhaka Regency Hotel & Resort for the
newly crowned beauty queen upon her victorious return to Dhaka. A total of twenty-six Country’s contestants from across the globe participated in the
international beauty pageant this year. Instead of the traditional runners-up format that such competitions adhere to, Mrs. Tourism Pageant follows a collective judging panel where five crowns – Earth, Globe, International, World, and Universe – are presented to the five winners during each year’s event. Aside from being crowned queen for the title of Mrs. Tourism Globe on Grand Coronation Night, Ayshe won five other appellations during the contest proceedings, including “Best in Forum”, “Darling of the Press”, “Mrs. Nix Institute of Beauty”, “Mrs. Berry GLUTA”, and “Mrs. Fairy White”, acquiring also Brand Ambassadorship for the latter two titular trademarks.
At the press meet, President of Mrs. Tourism Bangladesh Franchise Owner Apurbo Abdul Latif stated, “The tourism sector holds great potential for our country. We have the longest beach in the world – Cox’s Bazar, the largest mangrove forest – the Sundarbans, and our people are warm and hospitable by nature. Our Prime Minister, too, takes a vested interest in ensuring that Bangladesh is highlighted as a tourism destination. Participating in Mrs.
Tourism is our attempt to contribute to that effort and bring our tourism to the forefront of the world eye and Ayshe’s success accelerated our journey. Hopefully, with the cooperation of all, this journey will continue to progressively highlight Bangladesh to the world.”
“On a personal level, each time I won a title during the entire proceeding of the pageant, it felt surreal, right to the moment when they placed the final crown upon my head,” shared Ayshe, who received professional music training in both singing and dancing, with the press. “Now that the contest is over, I can, honestly, say that I feel the responsibility of this crown. I did not win it only for myself but really for my nation. The tagline of Mrs. Tourism Pageant
is ‘A Mother Who Cares for the World’ and I hope I continue to demonstrate equal, if not exceeding, care for Bangladesh.”