Mrs Bangladesh 2019 Final Gala

Congratulations..!!! Winner Mrs Bangladesh 2019

‘‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯’’

বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯
প্রথম-মুঞ্জারিন মাহবুব অবনী, ২য়- রাবেয়া সুলতানা রবি, ৩য়-মাটি সিদ্দিকী

গত ২১ সেপ্টেম্বর গুলশান ক্লাবে এই প্রথমবারের মতো হয়ে গেলো “বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯” পেজেন্ট এবং ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো। সারা বাংলাদেশ থেকে দুই সহস্রাধিক বিবাহিত প্রতিযোগীর অংশগ্রহনে শুরু হয় এই অনুষ্ঠান। প্রাথমিক নির্বাচন ও পর্যায়ক্রমে বিভিন্ন রাউন্ডের অডিশন, গ্রূমিং এবং মোটিভেশনাল সেশনের মাধ্যমে নির্বাচন করা হয় টপটেন।
অডিশন, গ্রূমিং এবং মোটিভেশনাল সেশনে বিচারক এবং মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ও মিডিয়া ব্যক্তিত্বরা। তন্মধ্যে বিশিষ্ট অভিনেতা ও পরিচালক শহীদুল আলম সাচ্চু, বিউটি এক্সপার্ট সালেহা সারোয়ার, সামিনা সারা, মারিয়া মৃত্তিক, ডঃ তৌহিদা রহমান ইরিন, আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা, গ্রূমিং ইন্সট্রাক্টর কৃষান ভূইয়া, ফ্যাশন ডিজাইনার আজহারুল হক আজাদ, নিমা এহসান , পিয়াল হোসেন , অভিনেতা ও মডেল খালেদ হোসেন সুজন, উপস্থাপিকা ইসরাত পায়েল, ইউথ বাংলা কালচারাল ফোরামের সভানেত্রী মুনা চৌধুরী, ড্যান্স ডিরেক্টর এমডি ফারুখ, বিশিষ্ট নারী উদ্যোক্ত আইরিন ইসলাম, অভিনেতা ও উপস্থাপক জুলহাজ জোবাইয়ের, মডেল কোরিওগ্রাফার লামিয়া আলম, মডেল অভিনেতা অন্তু করিম প্রমূখ।
মিসেস বাংলাদেশের আয়োজক অপূর্ব আব্দুল লতিফ জানান, বাংলাদেশে সৌন্ধর্য্য ও মেধাভিত্তিক জাতীয় এবং আন্তর্জাতিক অসংখ্য অনুষ্ঠান ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি, সেই তাগিদেই এমন একটা পরিকপ্লনা গ্রহন করা। মিসেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মুঞ্জারিন অবনী আগামি ৬ ডিসেম্বর লাসভেগাস এ অনুষঠিতব্ব মিসেস ওয়ার্ল্ড এ অংশ নিবেন।
প্রোজেক্ট ডিরেক্টর আফসানা হেলালী বলেন নারী শক্তি ও নারী জাগরনকে একধাপ এগিয়ে দেয়ার লক্ষ্যেই এই আয়োজন। টাইটেল স্পন্সর বায়োজিন কসমেসিউটিক্যালস এর সি.ই.ও মোহাম্মদ জাহিদুল হক বলেন, অংশগ্রহণকারী সকল নারী ও তাদের পরিবারকে সাধুবাদ জানাই। বাংলাদেশে বিবাহীত নারীদের নিয়ে এই প্রথম এরকম আয়োজন। আধুনিক বাংলাদেশ গঠনে মিসেস বাংলাদেশ এর উদ্যোগ যথেষ্ঠ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠানের ইভেন্ট ডিরেক্টর ও গ্রূমিং ইন্সট্রাক্টর কৃষান ভূইয়া জানান উক্ত অনুষ্ঠানটি স্যোসাল মিডিয়ায় ব্যাপক প্রচারনা ও সাধারণ মানুষের মধ্যে কল্পনাতীত সারা ফেলে। যার কারনে আমরা অনেক বেশি অনুপ্রাণিত।
ইউথ বাংলা সভাপতি, মোনা চৌধুরী বলেন, উদ্যোগটি শুভ প্রতিবছর এধরনের আয়োজন হওয়া উচিত। এধরনের আয়োজন বিবাহিত নারীদের আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে।
চুরান্ত পর্বে বিচারক হিসাবে উপ্সথিত ছিলেন, জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক সহিদুল আলম সাচ্ছু, দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফা, নারি উদ্যোক্তা সাঙ্গিতা খান, বিউটি এক্সপার্ট সালেহা সরওয়ার, ডারমাটালজিস্ট ডাক্তার তউহিদা রাহমান ইরিন, প্রেসিডেন্ট ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম মুনা চৌধুরী, সান্দ্রা ম্যাক্কারছি, চেয়ারম্যান সান্দ্রা ফুড।
এলিগেন্ট মেকওভার এন্ড ফ্যাশান এর রুপ সজ্জায়, লামিয়া আলম এর কোরিওগ্রাফিতে ও জেকে, আঞ্জারা, স্প্লাশ, সাদাকালর বর্ণিল পোশাকে পরিবেশন করা হয় নান্দনিক ফ্যাশন শো। টপ-টেন প্রতিযোগীদের ডান্স কোরিওগ্রাফি করেন নৃত্যশিল্পী ফারুক।
অন্তু করিম ও ইশরাত পায়েল এর উপস্থানায় ও ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের পরিবেশনায় নৃত্য পরিবেশন করেন সোহেল রহমান, সিন্থিয়া, আসিফ, হক বারিশ, নামিরা প্রমুখ। এছাড়া সঙ্গিত পরিবেশন করেন ব্যাক স্টেজ ব্যান্ড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন, মিডিয়া বাক্তিত্ত ও সাংবাদিক বৃন্দ।

-বার্তা প্রেরক
আফসানা হেলালি, প্রোজেক্ট ডিরেক্টর, মিসেস বাংলাদেশ-২০১৯, ফোন-০১৬৭১ ৯৯৯ ৮৮৮
প্রেস নোট ও ফটোঃ http://mrsbangladesh.com/gala2019/